কলকাতার সবখবর

বিশ্ব দাবায় ফের সেরা হলো ভারত

কলকাতা: দাবায় ভারতের সাফল্য কে যুব সমাজের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিলো বেঙ্গল চেস এসোসিয়েশন বিশ্ব দাবায় ফের সেরা হলো ভারত। গুকেশের পর এবার ফিডে পরিচালিত বিশ্ব র‍্যাপিড দাবা প্রতিযোগিতায় (World Rapid Chess Championship) চ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি (Koneru Humpy)। শেষ রাউন্ডের খেলায় তিনি হারান আইরিন সুকন্দরকে।

দাবার একের পর ভারতের সাফল্যের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে দাবা কে আরো বেশী জনপ্রিয় করতে সচেষ্ট বেঙ্গল চেস এসোসিয়েশন, এই দাবা সংগঠনের ও ডুয়ার্স চেস একাডেমীর উদ্যোগে আলিপুরদুয়ারে আয়োজিত হলো ডুয়ার্স কাপ।

এই দাবা প্রতিযোগিতাতে আলিপুরদুয়ার, কুচবিহার ও ফালাকাটা থেকে ৫৫জন ছাত্র -ছাত্রী প্রতিযোগী অংশগ্রহণ করেন। কমন ওয়েলথ বিজয়ী গ্রান্ড মাস্টার অতনু লাহিড়ীর উপস্থিতি তে ফালাকাটার টুর্নামেন্ট বিজয়ী অঞ্জন মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী রমেশ পরমার এবং তৃতীয় স্থান অধিকারী রিতেশ কুন্ডু পুরস্কার গ্রহণ করেন।সংবাদ মাধ্যমের কাছে অতনু লাহিড়ী বলেন,জেলাগুলোকে চাঙ্গা করতে না পারলে দাবা উন্নতি সম্ভব নয়৷রেটিং বাড়ানোর জন্য বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া জরুরি৷ কিন্ত্ত অনেক দাবাড়ুর পরিবার সেই আর্থিক ক্ষমতা নেই৷ ফলে বহু দাবাড়ু এখানেই হারিয়ে যায়৷ এখান থেকেই দাবাড়ুদের উদ্ধার করতে হলে কলকাতা ও শিলিগুড়িতে আন্তজার্তিক টুর্নামেন্ট চালু করতে হবে৷ আর এই বিদেশ সফরের জন্য একটি তহবিল গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

Please follow and like us:

Related Articles

Back to top button