ফটিকছড়িতে চিফসের প্যাকেটে দিয়ে সাজানো বরের গাড়ি ভাইরাল
মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি: ফুল দিয়ে নয় ফটিকছড়িতে চিপস দিয়ে সাজানো হল বরের গাড়ি। যা রীতিমত ভাইরালে পরিণত হল। ১ জুন এমন একটি সাজের গাড়ি দেখা গেল ফটিকছড়ির নাজিরহাটে।
বিয়ে মানেই একটা সাজ সাজ রব। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো বরের গাড়ির সাজ। সচরাচর এই বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। তবে এবার সেই গড়ির সাজে দেখা গেছে ভিন্নতা। বিভিন্ন চিফসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি।
চিফসের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজাল ফটিকছড়ির নাজিরহাটের আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ।
সরেজিমিনে দেখা যায়,গাড়িটি সাজানো হয়েছে রকমারী চিফস দিয়ে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং নানা উক্তি ছুঁড়ছেন।
বরের গাড়ি কনের বাড়ি পৌঁছলে ছোট ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে চিফসগুলো নিতে দেখা যায়। সাথে অনকে বড়রাও চিফস নিয়ে খেতে দেখা যায়। হাসাহাসিতে অন্যরকম রূপ নেয় বিয়ে বাড়ির।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফোরকান বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব। এরকম গাড়ির সাজ আর কখনো দেখিনি।
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক কবির আহমদের পুত্র মোহাম্মদ আলি এমন সাজের গাড়ি নিয়ে বউ আনতে যায় গোপালঘাটা গ্রামে।
বরের গাড়ির এই ভিন্ন সাজ সম্পর্কে বর বলেন,আমার বিয়ের গাড়ি এরকম ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই ভিন্নতা আনতে বললাম।
বরের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন,ছোট ভাইয়ের ইচ্ছেতে এরকম সাজানো হল গাড়িটা। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেল।
আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ বলেন,বরের সখ ছিল তাঁর বিয়ের গাড়ি এরকম করে সাজানোর। তাই সাজিয়ে দিলাম। অল্পতে ভাইরাল এবং সবার মুখে মুখে থাকবে।