খবরাখবর

সিরাজগঞ্জে এনডিপি’র ৩৪ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) আনন্দ মুখর পরিবেশে প্রতিষ্ঠার ৩৪তম বছরে পদার্পনের অনুষ্ঠান উদযাপিত হয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়িত অবস্থিত উক্ত সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান কেক কর্তন করে অনুষ্ঠানেরউদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গনপতি রায়।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এছাড়াও একই দিন দেশের ২২ জেলায় ১২৯টি শাখা কার্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে এনডিপি’র প্রশংসা করে বলেন, এনডিপি সরকারের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি এসময় এনডিপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এনডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার  অনামিকা নজরুল ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (আরএম শাখা) মারুফ আফজাল রাজন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সংস্থার চেয়ারপারসন আলেয়া আখতার বানু, এনডিপি’র নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সংস্থায় কর্মরত পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Please follow and like us:

Related Articles

Back to top button