খবরাখবর

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।

বুধবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক মোফাজ্জেল আলী খান দুলাল, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম লিটন, সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার, সদস্য সচিব মো. বেল্লাল হোসেন, ছাত্রদল নেতা সামি গাজী, কাইয়ুম সিকদার ও আমিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সমাবেশ শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এ বিশাল বর্ণাঢ্য র‍্যালী ডিসি স্কয়ার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‍্যালীতে জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের শত শত নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন এ র‍্যালীতে।

Please follow and like us:

Related Articles

Back to top button