বৈষম্যহীন বাংলাদেশ” গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বিভিএমএস
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলায় কর্মরত সকল পদবীর (আনসার কমান্ডার/সহকারী আনসার কমান্ডার,ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা দলনেত্রী) ভাতা ভুক্ত আনসার ভিডিপি সদস্য সদস্যাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
১লা জানুয়ারী, বুধবার উপজেলা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক হলে রুমে অনু্ষ্ঠিত মত বিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বিভিএমএস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নত হচ্ছে দেশের মানুষের জীবন যাত্রা। বাংলাদেশের সম্মুখে উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন নতুন দিগন্ত। দেশের তৃণমূল পর্যায় বিস্তৃত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বৈষম্যহীন বাংলাদেশ” গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তরুণ প্রজন্মের দেশ বাংলাদেশ।
তরুণদের হাতেই এ দেশের ভবিষ্যৎ। কিন্তু দেশের উদীয়মান যুব সমাজের একটি বিচ্ছিন্ন অংশ আজ মাদকাসক্ত, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে।
এ পরিস্থিতি হতে দেশের যুব সমাজ’কে রক্ষা করা জরুরী। এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদকাসক্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ সংগঠিত হচ্ছে।
আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এই সমস্ত সামাজিক অনাচার ও মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন শুরু করতে হবে পরিবার থেকে।
এ লক্ষে গ্রামীন জনগোষ্ঠীকে সচেতন করে তুলতে হবে। এই মহৎ কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী‘র সদস্য-সদস্যারা ব্যাপক ভূমিকা রাখতে পারে। একই সাথে এই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যারা এই সমস্ত সামাজিক অনাচার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী তথ্য সরবরাহ করে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে সামাজিক অনাচার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের মুলোৎপাটনে সক্ষম হবে।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য-সদস্যা‘কে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি ক্লাব সমিতি সক্রিয় করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে তিনি বলেন, আমরা সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে,বৈষম্যহীন সমৃদ্ধ দেশ, উন্নত জাতি গঠনে নিবেদিত প্রাণে কাজ করে যাব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, সঞ্চলনা ও রিপোর্টিংয়ের দায়িত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলায় কর্মরত ভাতা ভুক্ত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার দলনেতা দলনেত্রী সহ আনসার ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ প্রমূখ।