সিআইপি সোহেল আবদুল্লাহকে সংবর্ধিত করলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ
সুমন পল্লব, হাটহাজারী: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হওয়ায় ছিপাতলীর সন্তান সোহেল আবদুল্লাহকে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় এই উপলক্ষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাবেক সভাপতি শ্যামল নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবদুল মনছুর, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু নোমান, দপ্তর সম্পাদক এইচএম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাইফ।