খবরাখবর
রাঙ্গুনিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৯৭৯ সালের ১ জানুয়ানী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নে বাচুর মোহাম্মাদ পাড়ায় আজ বিকাল দুইটায় ছাত্রদলের ব্যানারে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ইসলামপুর বাসুর মোহাম্মদ পাড়া থেকে শুরু করে গাবতল মঘাইছড়ি সড়কগুলো প্রদক্ষিণ শেষে রাণীরহাট এসে সমাপ্ত হয়।
র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, র্যালির শুরুতে বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও কেন্দ্রীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকারও আহ্বান জানানো হয়।পরবর্তীতে ছাত্রদলের কয়েকজন তাদের বক্তব্য প্রদান করে। তাদের বক্তব্যে উঠে এসেছিল ছাত্রদলের গৌরবজ্জ্বল ইতিহাস, আন্দোলনে ভূমিকা এবং সর্বমঙ্গল কামনা।
Please follow and like us: