খবরাখবর

আজমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের বিজয় দিবস ও রাষ্ট্র কাঠামো শীর্ষক আলোচনা সভা

বার্তাকক্ষ: মহান বিজয় দিবস ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১’দফা শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রাদেশিক শাখা।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আজমান চায়না মল সংলগ্ন জোক রেস্টুরেন্ট হলরুমে সংগঠনের সমন্বয়ক মাসুম সরকারের সভাপতিত্বে, উম্মুল কুয়াইন শাখার সমন্বয়ক মুহাম্মদ ইসমাইল হোসাইনের পরিচালনায় এতে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক এম এনাম হোসেন বলেন, আজ ২০২৪ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন করছি। বিজয় দিবসের চেতনা আমাদেরকে শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না বরং আমাদের সামনে একটি নতুন দিনের সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে দেয়।

তিনি আরো বলেন, গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন, নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে তার অবসান ঘটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে। আজকে রাষ্ট মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে লক্ষ্য দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা, সেই লক্ষ্যে আমরা একতাবদ্ধ থাকবো। প্রতিটি মানুষ যেন পায় নিজের মর্যাদা,পরিচয় এবং স্বাধীনতা।

প্রধান বক্তা আজমান বিএনপির সিনিয়র সহ- সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী বলেন, ডিসেম্বর আমাদের গৌরবের, বিজয়ের আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম দুবাই শাখার সমন্বয়ক আলহাজ্ব আব্দুল মুনাফ, শারজাহ শাখার সমন্বয়ক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, আমিরাত চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ফারুখ হোসেন, আব্দুল কাদের প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোর‌আন থেকে তেলোয়াত করেন মাওলানা ইয়াসির আরাফাত।

এ সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ হেলাল উদ্দীন, এমডি আজাদ হোসেন, এরশাদ হোসেন, মুহাম্মদ হোসেন, আবু সাইদি, মুহাম্মদ সবুজ, হাবীবুর রহমান মিলন,সিদ্দিক আহমেদ, ইকবাল হোসেন, মনসুর আহমেদ, রুবেল আহমেদ, এমডি পলাশ, রাসেল আহমেদ, রেফসান আহমেদ সজীব সহ অনেকেই।

Please follow and like us:

Related Articles

Back to top button