খবরাখবর

কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর ৭৪তম জন্মদিন পালন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কৃতি সন্তান কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

৩১ ডিসেম্বর নাজিরহাট পৌরসভার নিজ বাড়িতে মাসিক ফটিকছড়ি সংবাদ ও ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের আয়োজনে কবির জন্মদিন উপলক্ষে কবির উপস্থিতিতে শিশুদের নিয়ে কেক কাটা, ছড়া কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবি সাজেদুল করিম ভুঁইয়ার সঞ্চালনায় প্রথম পর্ব ছড়া কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

শিক্ষক নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন,ঢাকা বাংলা বিভাগ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি,মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধরী,ফটিকছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ,
শিক্ষক সৈয়দ আজগর সুমন,
শিক্ষক শাবলু বড়ুয়া, শিক্ষক এন আলম আজাদ,মওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন,নাসির মেম্বার, ব্যবসায়ী নাজমুল তারেক,সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
রফিক তালুকদার, বেলাল রেজা, আশরাফ, ফাহাদ, ইকরা, জমির উদ্দিন, মৌসুমি রহমান, মেহেক রহমান প্রমুখ।

সভায় বক্তাগণ,বাংলা সাহিত্যে কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর অবদানের ব্যপকতা তুলে ধরে কবিকে জাতীয়ভাবে মূল্যায়নের দাবী জানান।

কবি আহম্মদ চৌধুরী বলেন,শৈশব থেকে আমি যুদ্ধ করে চলছি। এ যুদ্ধ কোন গোষ্ঠি বা জাতির সাথে না। নিজের সাথে নিজে যুদ্ধ করে জীবন সংগ্রাম করছি।
আমি ৪ বছর বয়সে পা হারা হয়েছি,পাঁচ বছর বয়সে মা হারা হয়। পা হারা এবং মা হারা হয়েও আমি পথহারা হয়নি। কষ্ট করে লেখাপড়া করেছি। সাথে সাহিত্য সাধনাও করেছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও এ পর্যন্ত আসতে পেরেছি।তোমরা সুস্থ সবল হয়ে কেন আসতে পারবেনা। অবশ্যই পারবে তোমরা। চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে তোমাদের।

উল্লেখ্য,কবি আফসার উদ্দিন আহমেদ চৌধুরী একজন লেখক ও গবেষক। যিনি এই পর্যন্ত ১৭টির বেশি বই লিখেছে এবং তিনটি বিশেষ বই চাটগাঁইয়া ভাষায় লিখেছেন তিনি।

Please follow and like us:

Related Articles

Back to top button