দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী(দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম ও অত্র মাদ্রাসার সালানা জলসা দস্তারবন্দী মাহফিল,নতুন ভবনের নকশার মোড়ক উন্মোচন অনুষ্ঠান দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ শফিউল আজম এর সঞ্চালনায় ৩ জানুয়ারী, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি তার বক্তব্যে বলেন এই মাদ্রাসাটি প্রাচীনতম মাদ্রাসা,এই মাদ্রাসায় আগে ফোরকানিয়া/মক্তব ছিল,পরে ১৯৯৫সালে এলাকাবাসীর সহযোগিতায় ফোরকানিয়ার পাশাপাশি হেফজখানা ও এতিমখানা বিভাগ চালু হয়, এই মাদ্রাসা হচ্ছে দুইজন মহা বিখ্যাত আল্লাহর মাহবুব আউলিয়ার নামে একজন এই এলাকাকে যিনি আলোকিত করেছেন হযরত মাওলানা শাহ সুফি রহমত উল্লাহ শাহ(রহঃ), আরেকজন জগৎবিখ্যাত আল্লাহর মাহবুব আউলিয়া গাউসুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ(কঃ)র নামে নামকরণ করা হয়েছে, ইনশাআল্লাহ সকলের আর্থিক মানসিক নিরলস সহযোগিতায় অতি সল্প সময়ের মধ্যে উন্মোচনকৃত নকশা অনুযায়ী নতুন ভবনের কাজ শুরু হয়ে অতিদ্রুত ভবনের কাজ শেষ হবে ইনশাআল্লাহ,আজ উপস্থিত সকলের কল্যাণে আরো জানাচ্ছি গতবারের ন্যায় এই বছরও অত্র মাদ্রাসা হতে দুইজন ছাত্র হেফজ সমাপ্ত করে দস্তারবন্দী হয়েছে ১ম জন হাফেজ মুহাম্মদ আতিক সাং গরমছড়ি মহিশাগুরা, ২য় জন হাফেজ আকবর আলী বরইতলী মানিকছড়ি।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল আয়াত ইসলামিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও হাজ্বী চাঁদগাজী শাহী জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা ক্বারী মোহাম্মদ তারেক আবেদীন আল কাদেরী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সিনিয়র মুদাররিস ও পূর্ব ফরহাদাবাদ বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আল কাদেরী,নাতে রাসুল(দঃ) পরিবেশন করেন শায়ের মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী,আমন্ত্রিত ওলামায়েকেরাম মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল(এম এ) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আবুল কাশেম মুনিরী,বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলামদার চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুলহাজ্ব মাওলানা চৌধুরী মুহাম্মদ ইমাম উদ্দিন নুরী,পূর্ব হাইদচকিয়া খালাছির বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ কামাল মোস্তফা আলকাদেরী।
এতে মিলাদ কিয়াম পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান, এই সময় এতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ এনামুল হক কুতুবী,অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের মুখপাত্র মোঃ তাইফুল ইসলাম চৌধুরী(তানু)মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ গোলাম মওলা(গোলাফ), মোঃ আবুল কাশেম সদ্দার, মোঃ শাহ আলম, ব্যবসায়ী মোঃ নেজাম উদ্দিন(নাজিম), সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আবুল বশর,অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ মুহাম্মদ লোকমান,দস্তারবন্দীকৃত হাফেজ মুহাম্মদ আতিক, হাফেজ মুহাম্মদ আকবর আলী,সহ মাদ্রাসা পরিচালনা পরিষদের সকল পদের কর্মকর্তা, মাদ্রাসা ছাত্র, ও এলাকার অসংখ্য গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও মুসলিম জনসাধারণ বৃন্দ প্রমূখ।