মহান ১০ মাঘ ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন
ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ১০ মাঘ পবিত্র ওরশ শরীফ – এর প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী সদস্য মুহাম্মদ আইয়ুব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত।
প্রধান অতিথি আসন্ন মহান ১০ মাঘ বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক, ইমামুল আউলিয়া,খাতেমুল অলদ, ফরদুল আফরাদ, গাউসুল আজম হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ১১৯ তম বার্ষিক ওরশ শরীফে সংগঠন সংশ্লিষ্ট সকলকে মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবার সদয় নির্দেশনা ও কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির আলোকে অংশগ্রহণের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণের তাগিদ প্রদান করেন।
মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।