খবরাখবর

কাপ্তাইয়ে গণশিক্ষার শিক্ষকদের কম্বল বিতরণ করল ইউএনও 

নিজস্ব প্রতিনিধি, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভা ও কম্বল বিতরণ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদে গণ শিক্ষার শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে ইফা কাপ্তাই ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ ও কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালামসহ প্রমুখ।

প্রধান অতিথি গণ শিক্ষার শিক্ষকদের বলেন আপনেরা সমাজের নেতা। আপনাদের কথায় সমাজে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও নৈরাজ্যদূর করা সম্বব। পরে নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৬৫জন গণ শিক্ষার শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করে।

Please follow and like us:

Related Articles

Back to top button