ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নৈসর্গিক ফটিকছড়ি প্রকাশনার মোড়ক উম্মোচন
ফটিকছড়ি প্রতিনিধি: সাংবাদিকরাই জাতির চোখ, তারাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম শহর বন্দর ঘুরে সত্য উৎঘটন করেন। তাই তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দুর্নীতিতে সবসময় ভূমি অফিস অভিযুক্ত থাকেন,সে ক্ষেত্রে আমাদের ফটিকছড়ির ভূমি অফিস ব্যতিক্রম।
ভূমি কমিশনার মেজবাহ উদ্দিন সেক্ষেত্র তৈর করছেন সততা ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে। যার কারনে আজ সাংবাদিকরাও সংবর্ধণা দিচ্ছেন। আমরা এ শিক্ষা নাতে পারি আমাদের জীবন স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমাদের অবস্থান থেকে আমরা যে সুযোগটা পাই সে সুযোগটা কাজে লাগাতে হবে। তাহলেই ভূমি কমিশনার মেজবাহ উদ্দিনের মতো সাধারন মানুষ আমাদের কথা বলবে, মনে রাখবে।
বৃস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে নৈসর্গিক ফটিকছড়ি প্রকাশনার মোড়ক উম্মোচন এবং ঘুষ দূর্নীতিমুক্ত ভুমি অফিস করায় সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দীনের বিদায় সংবর্ধনা সভায় এমনি মন্তব্য করেছেন বক্তারা।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দীন।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিক, ইউআরসি ইনস্ট্রাকটর ইমরান হোসেন, বিবিরহাট বাজার বণিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ফটিকছড়ি জামায়াতের সাধারন সম্পাদক ইউছুপ বিন সিরাজ, সাংবাদিক এস এম আক্কাছ উদ্দিন, বিএনপি নেতা সরোয়ার মফিজ, শিবির নেতা সাইরান কাদের চৌধুরী, বিবিরহাট বাজার বণিক কল্যান সমিতির সহ সভাপতি নাজমুল তারেক, ছাত্র প্রতিনিধি আকিব হাসান মাহি।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন বরুণ কুমার আচার্য্য বলাই, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ জীপন, মোহাম্মদ ইউছুপ আরাফাত, নুরুল আবছার নুরী, সীরাত মনজুর, এইচ এম সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওবাইদুল আকবর রুবেল, মোহাম্মদ আখতারুজ্জামানসহ প্রমুখ।