কবিতা
ইচ্ছে আমার | মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
ইচ্ছে আমার শ্যামল দেশে
আপন হয়ে থাকি
ইচ্ছে করে পাখির মতো
মিষ্টি সুরে ডাকি।
ইচ্ছে আমার দেশের তরে
আলোক হয়ে জ্বলি
স্বাধীনভাবে ন্যায়ের কথা
উচ্চস্বরে বলি।
ইচ্ছে আমার দুখ দরিয়ায়
গড়ি সুখের চর
দুঃখ কষ্ট মুছে দিয়ে
আঁকি সুখের ঘর।
ইচ্ছে আমার জ্ঞানের আলোয়
প্রদীপ হয়ে জ্বলি
সত্য ন্যায়ের পথিক হয়ে
বাঁধাবিহীন চলি।
ইচ্ছে আমার কলম নিয়ে
কাব্য লিখি দেশের
সবুজ শ্যামল দেশের কথা
তুলে ধরি দশের।
Please follow and like us: