আমার ক্যাম্পাস

গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পিকনিক : ফিরে গেলেন তাঁরা ৩০বছর আগে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০বছর আগে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিদায় নিয়েছিলেন তাঁরা।

পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। কেউবা দূরপ্রবাসে। বন্ধুদের মধ্যে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হতে শুরু করে, তখন ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে এক ভিন্ন পথ ধরেন ওই ব্যাচেরই কয়েকজন বন্ধু।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ৩৫ বছর পর গোলামবারী উচ্চ বিদ্যালয়ের মিলন চত্বরে মিলনমেলা পিকনিকের আয়োজন করা হয়।

এসময় দেশের নানা প্রান্ত থেকে আসা বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্পে মেতে উঠেন।

দীর্ঘদিন সরাসরি যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও তাঁদের স্ত্রী, ছেলেমেয়েরাও অংশ নেন মিলন মেলা অনুষ্ঠানে।

মিলন মেলার অন্যতম উদ্যোক্তা প্রবাসী এজাবত উল্লাহ ও ডা. ওমর ফারুক বলেন , আমরা আজ যেন ৩০ বছর আগেই ফিরে গিয়েছি,সময়টি ছিল খুবই চমৎকার।আশা করি আগামীতে আমরা এমনি করে প্রতি বছর মিলিত হব।আমাদের মধ্যে যে সকল বন্ধু মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠান ৯৫ ব্যাচের কর্ণফুলি উপজেলা শিক্ষা অফিসার আরজু, কক্সবাজার ঈদগা শাখার ওয়ান ব্যাংক ম্যানেজার আজিজুল , রহমান , দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র সানাউল্লাহ চৌধুরী মানিক, ইউসিবিএল অফিসার শওকত আরা লাকিসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াস উদ্দিন। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া ও ফটোসেশনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন উপস্থিত সবাই।

Please follow and like us:

Related Articles

Back to top button