খবরাখবর

ফটিকছড়িতে মায়ের হাতে মেয়ে খুন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মায়ের ছুরিকাঘাতে মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১২ জানুয়ারি) রাতে হারুয়ালছড়ি ইউপির ৫নং ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন সোনা মিয়া হাজীর বাড়ি থেকে নিহত আনিকা আক্তারের(২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

সে উক্ত এলাকার নাজিম উদ্দিনের মেয়ে এবং লক্ষীপুর জেলার প্রবাসী মো: মুরাদের স্ত্রী। তার একজন ৪ মাস বয়সী মেয়ে এবং আরেকজন ৬ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। নিহত আনিকা বাপের বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান,আজ দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ জাগে। এলাকার একজন ঘরে প্রবেশ করে দেখতে পায় আনিকার পুরো শরীরে রক্ত, জবাই করাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপের চিহ্ন। এলাকাবাসী পুলিশককে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়েটির এবং তার মায়ের সামান্য মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি
নিহত মেয়েটি এবং তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে এবং তার মায়ের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজ এক পর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button