খবরাখবর
ফটিকছড়িতে অস্ত্রসহ ২ যুবক আটক
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। ১৪ জানুয়ারি লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মোহাম্মদ তারেক ও নাছির উদ্দিন। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়,উক্ত এলাকার গামারীতলার মোল্লার মসজিদ নামক স্থানে অস্ত্র নিয়ে ঘুরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা অস্ত্রসহ দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। অধিকতর তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
Please follow and like us: