খবরাখবর

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত-২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছে ট্রাক্টরে থাকা নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫) নামে দুই আরোহী আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। হাড়িভাসা

জানা যায়, বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, চাষাবাদ শেষে ট্রাক্টরট মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার চেষ্টা করছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের নিচে পড়ে চাপা পড়ে চালক।

স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button