খবরাখবর

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”

ফটিকছড়ি প্রতিনিধি: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয় , সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে উদযাপিত হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৪৬তম বিজ্ঞান মেলা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জানুয়ারী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজাসহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন কলেজ এর অধ্যক্ষবৃন্দ, অধ্যাপকবৃন্দ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তির প্রজেক্ট উপস্থাপন করে।

Please follow and like us:

Related Articles

Back to top button