নারী শ্রমিকদের অধিকার, ক্ষমতায়ন ও আইন বিষয়ক প্রশিক্ষন মমতার
সুমন পল্লব, হাটহাজারী: মমতা পরিচালিত ‘গৃহভিত্তিক গার্মেন্ট শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় নারী শ্রমিকদের অধিকার, নারীর ক্ষমতায়ন ও আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে প্রধান ফ্যাসিলিটেটর ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. গিয়াস উদ্দিন, কো-ফ্যাসিলিটেটর ছিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম।
প্রশিক্ষনটিতে ১৩-১৬ জানুয়ারী ও ১৯-২০ জানুয়ারী পর্যন্ত ৩টি ব্যাচের প্রশিক্ষন কর্মসূচি রয়েছে।
উক্ত প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
এসময় প্রশিক্ষনের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রকল্প সমন্বয়কারী সহ অন্যান্যরা।
ইউরোপীয়ান ইউনিয়ন ও অক্সফামের আর্থিক ও কারিগরী সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করছে মমতা।
প্রশিক্ষনে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমের ধরণ ও প্রেক্ষাপট, শোভন কর্মক্ষেত্রের ধারনা, জেন্ডারভিত্তিক শ্রম বিভাজনে নারীর অবস্থা ও অবস্থান, শ্রম অধিকার, স্থানীয় ও আর্ন্তজাতিক শ্রম আইনে শ্রমিকের অধিকার, নারীর ক্ষমতায়নের উপাদান, নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও পদক্ষেপ সহ প্রভৃতি বিষয় আলোচিত হয়।