খবরাখবর

রাঙ্গুনিয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, স্বামী গ্রেফতার

মো.ইউসুফ, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া থেকে গৃহবধূ জরিনা বেগমের(২৪) লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মো. হাসানের(৩০) বিরুদ্ধে স্ত্রী জরিনাকে হত্যা করার অভিযোগ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।

নিহত জরিনা বেগমের নিজ বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদুর মাইনি এলাকায়। অপরদিকে স্বামী মো. হাসানের বাড়িও একই এলাকায়। সে ওই এলাকার মৃত দীন ইসলামের ছেলে। তারা বর্তমানে রাজানগর ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছিল। এর প্রেক্ষিতে হাসান তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাইরে থেকে ঘরের তালা মেরে দেয়। পরে ঘরের ভিতরে থাকা তাদের ছোট শিশু কান্না করলে পাশ্ববর্তী ভাড়াটিয়ারা এসে তালা ভেঙে জরিনার মৃতদেহ দেখতে পায়। পরে তার স্বামী হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় জরিনা বেগমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button