দক্ষিণ শিলক মাদ্রাসার এডহক কমিটির সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সী
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার ঐতিহ্যাবহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক তৈয়বিয়া নূরীয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদ (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক -উত্তর পদুয়া ছত্তারীয়া সেহাবিয়া ছত্তারীয়া হেফজখানা ও এতিমখানা ও কাদেরীয়া রজভীয়া ছত্তারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কাজী মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সী (এম.এ )।
গত বুধবার (১৪ জানুয়ারি ) ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ড এর পরিদর্শক মোহাম্মদ নাছিমুল ইসলামের স্বাক্ষরিত এক স্মারক মূলে আগামী ৬ মাসের জন্য এ (এডহক) কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে কাজী মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সী (এম.এ) সভাপতি নির্বাচিত হন, অভিভাবক সদস্য আবদুল আলম, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ হালিম উদ্দিন, সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার।
নবনির্বাচিত সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সী (এম.এ ) বলেন, শিক্ষার গুনগত মান ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করে একটি দৃষ্টান্ত গড়তে নতুন কমিটি কাজ করবে।
এছাড়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ সুবিধাসহ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করে দেশ সেরা একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে বিগত দিনের ন্যায় বলিষ্ঠ ভূমিকা ও নিরলস প্রচেষ্টা থাকবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।