মরতে কি হবে?
মোঃ ছাবির হোসাইন::
মরতে কি হবে?
আখিরাত আছে কি?
কিয়ামত হবে কি?
মেতেছি দুনিয়ায়, জেগেছে সংশয়!
ভালোই তো আছি১ জৌলুষের এই দুনিয়ায়?
কতক তো বলে-
দুনিয়াটা মস্ত বড়, খাও-দাও ফূর্তি কর।
আসলে কি তাই২?
মেতেছি মিছে প্রতিযোগিতায়,
এখন, দুনিয়া কামাতে সব মেধা, শ্রম, সময় চলে যায়।
ভূলে গেছি আল্লাহর নিয়ামত,
হিংসা-বিদ্বেষ, মারামারিতে৩ ব্যস্ত, করছিনা তাঁর ইবাদত৪।
মূলতঃ ঈমানের বাতি জ্বলছে মিন মিন,
দুনিয়ার মহব্বতে মজেছে দিল।
কি হবে উপায়৫?
হে রহিম-রহমান, হে গফুর।
তওবা করছি-
মাফ করে দাও, আমি নিমকহারাম, অধম গোনাহগার।
নফসের উপর করেছি জুলুম,
কত যে ছুটেছে আল্লাহর হুকুম?
আজকের এই কাপুনিই৬ যদি হত বিদায় ঘন্টা!
পরিবার-পরিজন, মাল-সম্পদ, চাকুরি-ব্যবসা;
সব ছেড়ে যেতে তৈরি আছে তো মনটা?
নিজেকে করি প্রশ্ন, করি যাচাই,
প্রস্তুতি সম্পন্ন৭ না হলে শুরু করি এখনই।
রাস্তা যে অনেক, পুঁজি খুব অল্প, সময় নাই৮।
কেননা আল্লাহ বলেছেন৯;
যখন পৃথিবীকে প্রবলবেগে ঝাঁকুনি দেয়া হবে৷
পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে৷
আর মানুষ বলবে, এর কী হয়েছে?
সেদিন সে তার নিজের সব অবস্থা বর্ণনা করবে।
কারণ তোমার রব তাকে হুকুম দিয়ে থাকবেন৷
সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম দেখানো যায় তাদেরকে।
তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে,
এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে৷
টীকাঃ
১. দুনিয়াতে সাময়িক সময়ের জন্য ভালো বা আরামে থাকলেও জান্নাতের তুলনায় তা কিছুই না। দুনিয়ায় সুখের মধ্যেও পেরেশানি থাকে আর তা ক্ষণস্থায়ী হয়।
২. দুনিয়াটা কোনভাবেই মস্ত বড় নয়। বিজ্ঞানের বদৌলতে আমরা জানি পুরো জগতের তুলনায় দুনিয়ার অবস্থান কত টুকু। আবার, সর্বনিম্ন জান্নাতিকে এই দুনিয়ার ১০ গুন বড় জান্নাত দেয়া হবে ইনশাআল্লাহ।
৩. এখানে মারামারি প্রতিকীরূপে ব্যবহার করা হয়েছে। মূলত অসম ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বোঝানো হয়েছে।
৪. পরিপূর্ণ ইবাদত বোঝানো হয়েছে। যা টুকটাক যা ইবাদত হচ্ছে বেশিরভাগই লোক দেখানো।
৫. তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। ঈমান বাড়ানোর মেহনত করতে হবে যাতে সমস্ত ফেৎনা থেকে বাচতে পারি।
৬. ২৬ নভেম্বর ভোর ৬ টার দিকে ভূমিকম্প হয় যার রিক্টার মান ছিল ৬.১ যা মায়ানমারের হাকা থেকে শুরু হয়। এর ব্যাপ্তি ছিল স্বাভাবিকের থেকে বেশি।
৭. এই প্রস্তুতি আখিরাতের প্রস্তুতিকে বোঝানো হয়েছে।
৮. হায়াৎ শেষ হয়ে যাচ্ছে। জানা নাই কখন মঊতের ফেরেশতা চলে আসবেন।
৯. সূরা যিলযাল (ভূমিকম্প)।
মোঃ ছাবির হোসাইন
সহকারী অধ্যাপক ও গবেষক
কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম, বাংলাদেশ।