মতামত
হিংস্রতা
সালসাবিল করিম চৌধুরী::
বিনা নোটিশে ঘর ছেড়েছি
মাটির পালং ছেড়েছি আমি
কারও অনাদরে,অভাবে নয়।
ভয় নেই কিছু হারাবার আর
যে যাবে সে সুখী হতেই যাবে।
৫১১০ টি রাত আমি মিথ্যা
প্রতারণায় কাটিয়েছি।
পুতুল খেলায় রাজপুত্র
সাজিয়েছে অযোগ্য
যোদ্ধা ভেবে ভুল করা
এক মুখোশধারী মানুষকে।
মিষ্টি মেয়ে ডেকে কত হায়েনা
যে লোলুপ দৃষ্টি দিল তার
কোনও ইয়ত্তা নেই।
ধীরে ধীরে আমার পুতুল
খেলায় আমিই রক্তচোষা
ডাইনী হয়ে গেলাম।
কুমিরের দাঁত লাগালাম,বাঘের
চোখ পরলাম,জিরাফের মত
গলা উঁচিয়ে সিংহের মত
হুংকার দেয়া শিখে গেলাম।
নিজেকে নিজের চিনতে
বড় অসহায় লাগে এখন।
মায়াভরা মানুষটা আমি
অমানুষ হয়ে গেলাম!
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কবি ও প্রাবন্ধিক।
Please follow and like us: