শালুক
সালসাবিল করিম চৌধুরী::
লোকে বলে তুই কাঁদিস কেন?
আমি বলি, কই আমি তো কাঁদিনা!
লোকে বলে, তবে তোর চোখের
আয়নায় শিশির বিন্দু
টলমল করে বুঝি?
আমি বলি, হ্যাঁ আমার চোখের
আয়নায় শিশিরকে আমি
আর্তনাদ ভেবে দাবার পাতায়
নাড়াচাড়া করি।
লোকে বলে আমার নাকের ডগায়
লালচে আভায় সূর্য সাজে।
আমি বলি, এই সোনালী রঙ হলো আমার ফিনকি দিয়ে বন্দী থাকা রক্তের স্রোতধারা
যাকে আমি লোহিত সাগর ডাকি।
অনেকবছর পর সুনীল আকাশে
আমি সাদা বক দেখেছি।
তোমাদের উঠোনে দাঁড়িয়ে
আমি হৃদয়ের কপাট খুলে দেখিয়ে দিয়েছি কিভাবে আমার
হৃদপিঞ্জর থেকে হৃদপিণ্ডটা
সাদা বকের বেশে বেরিয়ে গেল,
অজানা কোনো শহরে।
মেঘের দেশে, বরফে ঢাকা
এক মৃত্যুপুরীতে।
ভয় পেলে তোমরা!
ফিরে আসব একদিন নিশ্চিত
শালুকের বেশে কিংবা পদ্মপাতায় শিশির হয়ে, নীরবে আর নিভৃতে কোনো এক অমাবস্যার মধ্যরাতে।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ,
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কবি ও প্রাবন্ধিক।