শিল্প ও সাহিত্য
বদরের চেতনা
এম সাইফুল ইসলাম নেজামী::
বদরের সেই চেতনা হারিয়েছে কোথায় বল
যে চেতনার কাছে ষড়যন্ত্র সব হতো বিফল।
বদরের সেই একতা হারিয়েছে কোথায় বল
যে একতার কাছে ধ্বংস হতো কাফিরের যত কূটকৌশল।
বদরের সেই সাহস হারিয়েছে কোথায় বল
যে সাহসের কাছে শত্রুরা সবে হতো নিষ্ফল।
বদরের সেই বীরত্ব হারিয়েছে কোথায় বল
যে বীরত্বে ছিলো মনে শান্তি বুকে বল।
শিশু মুয়াজ মুয়াওয়াজের সেই নবীপ্রেম
হারিয়েছে কোথায় বল
যে প্রেমের কাছে লাহাব-জাহেল হতো হীনবল।
বদরের সেই প্রেরণা হারিয়েছে কোথায় বল
যে প্রেরণাতে পাই ধর্ম আসল, কর্ম আসল।
চাও যদি ফিরাতে সেই বিজয় গাঁথা
বিশ্ব মুসলিম হও একতা,
পেতে ফিরে সেই ইতিহাস
খোদার পথে চলো, নবীর পথে চলো।
কবি ও প্রাবন্ধিক
এম সাইফুল ইসলাম নেজামী
Please follow and like us: