রাউজানের কাঁশখালীর দু’পাড়ে চোখ জুড়ানো শীতের সবজি ক্ষেত
রাউজানের কাঁশখালী খালের পাড়ে কৃষকদের সাথে এবিএম ফজলে করিম চৌধুরী
প্রদীপ শীল, রাউজান:: রাউজানে ১২শত ৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ক্ষেতের চাষাবাদ করেছে কৃষকেরা। এরমধ্যে পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া, হাজী পাড়া, ঢেউয়া পাড়া এলাকার কৃষকরা কাঁশখালী খালের দু’পাড়ে ৪০ একর ফসলী জমিতে সবজি ক্ষেতের চাষ করেছে।
রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানিয়েছেন, চাষ করা সবজির মধ্যে বাধাকপি, ফুল কপি, আলু, শালগম, বেগুন, লাউ, শিম, মরিচ, মুলা, মিষ্টি কুমড়া, লাল শাক, পালংক শাক, কচু, ভূট্টা, সরিষা, টমেটো, বাদাম, মিষ্টি আলুসহ বিভিন্ন শীতকালীন শাক সবজি।
প্রতি বছর কাঁশখালী খালের দু’পাড়ে থেকে কোটি টাকার সবজি উৎপাদন করেন কৃষকেরা।
অপরদিকে শরীফ পাড়া কৃষকের সবজি ক্ষেত পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি শীতকালীন সবজির ব্যাপক ফলন দেখে কৃষকদের প্রশংসা করে আরো বেশি বেশি সবজি ক্ষেত করার উৎসাহ দিয়ে কৃষকদের সাথে সবজি ক্ষেতে ছবি তোলেন।
কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের দেওয়া তথ্য মতে, এবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২শত ৭০হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। তবে এ পরিসংখ্যান ১৪ শত ৩০ হেক্টর ছাড়িয়ে যাবে।
সরোজমিন পরিদর্শন করে দেখা গেছে, কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার। কীটনাশক ব্যবহারের পরিবর্তে মাঠে মাঠে বসিয়েছেন ক্ষতিকারক পোকা মারার ফাঁদ।
হাজিপাড়ার কৃষক আবু তাহের জানান, কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শসহ নানা ধরনের সহায়তা নিয়ে চাষাবাদ করেছেন কাঁশখালী এলাকার কৃষকরা।