পূর্ণতিথি হয়ে ফিরে এসো
মারিয়াফ রাখী:: খুব মনে পড়ে তোমাকে, এভাবে চলে যেতে নেই। অন্ধকার রাতের শেষে এক ঝলক সূর্যের আলো সব আঁধার দূর করে দেয়। চৈত্রের খরতাপে দগ্ধ ভূমিও এক পশলা বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পায়।
তুমি কষ্টকে আলিঙ্গন করলে অথচ উল্টো পাশেই মায়া অপেক্ষা করছিল! আজকাল তুমি আমার মন ও মস্তিষ্কে খুব করে নাড়া দিয়ে যাও। এটা কি মায়া, আজন্মের বন্ধন!!
জানি না অভিমান বড়, না মায়া, বুঝিনা ভালোবাসা বড় না ইগো। হয়তো আমাদের ধ্যান-ধারণাটাই ভুল!
সবটাই কেটে গেলো আকাশ কুসুম ভুলে!
মাঝখানে সেতুটা চাইলেও ভাঙতে পারিনি কেউ, দগ্ধ হয়েছি দু’পাশেই। তবু যদি একদিন হঠাৎ দেখা রংধনুর মতো তোমাকে ফিরে পেতাম!
হয়তো ভুলগুলো আর ভুল করেও জায়গা পেতো না।
রাতের শেষে দিন, মেঘের কোলে রোদ যেমন ঝলমল করে উঠে, তেমনি করে তুমি কি আর একটিবার পূর্ণ তিথি হয়ে ফিরবে না!!
আজন্মের দায় থেকে মুক্তি পেতে সব ভুল ভেঙে একটি বার ফিরে এসো। অগুনতি ভুলে ভরা জীবনটাকে নতুন সুরে ঋদ্ধ করে ফিরে এসো….. একটি বার…….!
মারিয়াফ রাখীঃ কবি, সংগঠক ও অধিকার কর্মী।