শিল্প ও সাহিত্য
ক্যানিবাল
সালসাবিল করিম চৌধুরী::
কাগজের নৌকা, কতশত অভিযাত্রী
কেউ আছে নিরুদ্দেশ যাত্রায়, অপলক চাহনিতে মরুভাস্কর
আবার কল্পনায় আঁকা কারো স্বপরাজ্য মিশরের ব্যারনস প্যালেস
দুঃখ, বেদনা হাসি ঠাট্টার ছলে
কতজনের অশ্রুজল
নীলনদের স্বরুপ
কেও বা ফেরাউনের বেশে
আবার কেওবা জুলকারনাইনের মত
ইয়াজুজ-মাজুজের রক্তে রাঙানো
তলোয়ার প্রতিহত করার অঙ্গীকার।
বিশ্বজয়ী ক্লিওপেট্রাও একদা আত্মঘাতীর রুপে বিশ্বকে জানান দেয় হৃদয়ের ভার অসহনীয় আর অপরিমেয়।
আলেকজান্দ্রিয়াতে ডুবে যাওয়া সেই
এন্ডিহোডাস দ্বীপ আজও মানুষের
তত্ত্ব আর নৃতাত্ত্বিক অভিধানে সংশয়।
আজ যাদের হোমোস্যাপিয়েন্স বলি
তারা আজ রবিনসন ক্রুসো’র
নরখাদক ক্যানিবালদের মত।
মানবতা আজ ক্ষত-বিক্ষত
মরুযাত্রায় আরব বেদুঈন মাত্র।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
রাউজান, চট্টগ্রাম।
Please follow and like us: