প্রাথমিকভাবে বাছাইকৃত এম্বাসেডরদের ২য় দফায় ভাইভা সম্পন্ন
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “গবেষক হতে চাই :: Be Researcher BD”। তাদের এ কার্যক্রম প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ১ম ধাপে ৪০ টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭৪ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের মাঝে এই অভিনব প্লাটফর্মটির জনপ্রিয়তা ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। এজন্য দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে “গবেষক হতে চাই :: Be Researcher BD” এর কার্যক্রমকে পৌছে দেওয়ার লক্ষ্যে ২য় দফায় ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই ২য় ধাপে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরের জন্য দেশের প্রায় ১১০ টি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এদের মধ্যে যারা “গবেষক হতে চাই::Be researcher BD” এর ওয়েবসাইট (https://beresearcherbd.com/) থেকে “Research Methodology”- নামক গবেষণা শেখার ফ্রি কোর্সটি সম্পন্ন করেছেন, তাদেরকে ভাইভা পরীক্ষায় অংশগ্রনের সুযোগ দেয়া হয়। ভাইভা পরীক্ষায় উক্তীর্ণ শিক্ষার্থীদেরকেই চূড়ান্তভাবে রিসার্চ এম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হবে।
গতকাল, ১৮ জুলাই সন্ধ্যায় ২য় ধাপে প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২য় দফা ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। ভাইভা পরীক্ষায় উপস্থিত ছিলেন গবেষক হতে চাই :: Be Researcher BD এর প্রবর্তক ও স্বপ্নদ্রষ্টা মো: ছাবির হোসেন, গবেষক হতে চাই প্লাটফর্মের মডারেটর মাহমুদুল হাসান মুন ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। ২য় ধাপের ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর নিয়োগের কাজ এখনো চলমান রয়েছে। যারা এখনো কোর্স সম্পন্ন করেনি তাদের জন্য কোর্স সম্পন্ন করার সময়সীমা আগামী ৩১ জুলাই পযর্ন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমার মধ্যে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভাইভা ৩য় দফায় আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।