শিল্প ও সাহিত্য
প্রদীপ
সালসাবিল করিম চৌধুরী::
আলোকে জিজ্ঞেস করেছিলাম অন্ধকার দেখতে কেমন।
প্রত্যুত্তরে সে বলল আমি
অমাবস্যাকে ভালবেসে
তার স্বাদ পেয়েছি!
পিরামিডের মত দাঁড়িয়ে থাকা
মোমদন্ডকেও বলেছিলাম
অন্ধকার দেখেছো?
সে বলল-অন্ধকার?
সেতো গাঁয়ের বঁধুর
গ্রামীণ চেকের শাড়ির মত
আমাকে জড়িয়ে রাখে চারপাশে!
আলোকে বলেছিলাম
প্রদীপের একটা নাম দিতে
উত্তরে সে বলল –
কেরোসিনের গন্ধে
বেদনার আলো ছড়িয়ে
দেয়া এক বর্তিকার নাম হল প্রদীপ।
বুঝলাম আমি।
সূর্যের কাছে সোনালী
ধানের মাঠ উপহার হিসেবে
নিয়ে গিয়েছিলাম একদিন।
রাগান্বিত হয়ে সে বলল-
ঐ যে দেখো ক্রেনের আচঁড়ে
সবুজ পাহাড়ের গায়ে রক্তের দাগ
তোমাদের এই উপঢৌকন আমি
ধিক্কার দিলাম,অভিশাপ দিলাম।
আমার তেজে তোমাদের
জ্বালিয়ে দিলাম,ধ্বংস হও
তোমরা মানবতার মিথ্যা
গান গাওয়া বিধ্বংসী জাতি।
দিনশেষে বুঝলাম আজ
আলো আর অন্ধকার কখনো
পূর্নিমা আর কখনো অমাবস্যার
রূপ নিয়ে মনুষ্য জাতিকে
প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত দেয়।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী,
প্রভাষক, ইংরেজি বিভাগ,
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ।
Please follow and like us: