শিল্প ও সাহিত্য
এ্যালকালাইন হাইড্রোলাইসিস
সালসাবিল করিম চৌধুরী::
শামুকের খোলসে থাকা
আমার আমি সমুদ্র পাড়ি
দেইনি জীবনের মায়াটানে।
সুউচ্চ পাহাড়ের সবুজে
অক্সিজেন নিতে সাধ্যে
কুলায়নি ফিরে এসে
কার্বন ডাই-অক্সাইডের
আগ্রাসনে মারা যাব বলে।
নোনা জলে আমি
আঙুলের ডগা পর্যন্ত ভেজাইনি
রুপ লাবন্য হারানোর ভয়ে।
চট্টগ্রামের অলিগলিতে আমি হেঁটেছি
বিশ্বরোডে মারা যাওয়ার ভয়ে।
কালো ধোঁয়ার অকটেনের গন্ধে
আমি ডুব দিয়েছি বারেবারে।
আমি কখনও চিতায় পুড়েছি
আবার কখনও কাফনের
কাপড়ে মাটি চাপা পড়েছি।
আমাকে ওরা এ্যালকালাইন হাইড্রোলাইসিসে দিতে চেয়েছিল পরিবেশবান্ধব মৃতদেহ
সৎকারের নাম করে।
আজ আমি ভয় আর পাইনা
জগৎ সংসারে আমি আর
মায়াজালে আটকাই না।
আমি আজ ভবন ভূবনে
ডানা মেলে বেড়ানো
রঙিন প্রজাপতি।
আজ আমি সাপের মত
খোলস বদলে বদলে বাঁচতে শিখেছি।
কারণ আমি গুন্দম ফল খেয়ে
অস্তিত্বের অর্থ বুঝতে শিখেছি।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
রাউজান, চট্টগ্রাম।
Please follow and like us: