মতামত
ক্ষণচারী
সালসাবিল করিম চৌধুরী::
আমার একটা মূহুর্ত তুমি ক্ষণচারীর ন্যায় উপভোগ না করলেই পারতে। আমাকে অনুশোচনার দ্বারে পৌঁছে না দিলেও তোমার দিন যেত। আমার সঙ্গী হয়ে তোমার কল্পনার মানুষটাকে আমার মাঝে না খুঁজলেও ক্ষতি হত না তোমার। একটা পাথর হৃদয়কে আর আঘাত না করলেও তোমার চলত বোধহয়। একসাথে সাগরের নোনা জলে পা না ভিজালেও তুমি পারতে। পারতে আমার ক্ষত হৃদয়ে নিদারুণ দহন না হতে। আজ বিকেলের চিঠির পাতায় কালপুরুষের সংজ্ঞা বড় ঘৃণার!!! শ্রদ্ধার জায়গাটা আজ হাসপাতালের আই সি ইউয়ের মুমূর্ষু ক্যান্সার রোগী। তুমি জানো হয়ত! আমার যক্ষা হয়েছে, এই যক্ষা,সেই যক্ষা নয়। ফুসফুসের রোগে আমি ক্ষুদামন্দা আর নিদ্রাহীন নই বরং বারংবার বিশ্বাসের লুডুখেলায় আমি আজ লিভার সিরোসিসের রোগী।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ রাউজান, চট্টগ্রাম।
Please follow and like us: