শিল্প ও সাহিত্য
সাম্রাজ্য
সালসাবিল করিম চৌধুরী::
মন বাড়িতে ইচ্ছে ছিলো
তোমাকে সম্রাট করে
সাম্রাজ্য বাড়াবো কোনও
এক পাহাড়ের পাদদেশে।
ইচ্ছে ছিলো তোমাকেই
সুখের পতাকা করে
শান্তির বাণী ছড়াবো।
হৃদয়ে উড়াব কোন এক
মিশর রাজ্যের পতাকা।
ইচ্ছে ছিলো প্রফেশনাল
ক্যামেরাম্যানের মতো
সূর্যালোকে আঁকব তোমার
সাদাকালো ক্যানভাস।
ইচ্ছে ছিলো নদীর গভীর
তলদেশ থেকে জলের শব্দ
তুলে তোমার তানপুরাতে সুর তুলবো।
অন্ধ আমার শীতল চোখ
ভেবেছিল তোমার দু’চোখে
দেখবে এই অধরার যত সুন্দর রূপ।
আজ সাম্রাজ্য আছে,
আছে সেনাপতি আর ঘোড়সওয়ারী
শুধু তুমি নেই, নেই তোমার মিথ্যা
প্রতারণার ছলছাতুরী।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ,
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কবি ও প্রাবন্ধিক।
Please follow and like us: