এক সুপ্ত ইচ্ছা
লেখক, মারিয়াফ রাখী:: কোনো এক শীতের রাতে আগে পিছে কিছু না ভেবে, হুট করেই বেড়িয়ে পড়বো রেল স্টেশনের উদ্দেশ্যে।
সেখানে ধোঁয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ভেজাতে ভেজাতেই এক ছুট দিবো সবেমাত্র ছেড়ে যাওয়া প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনটাকে ধরতে।
দৌঁড়োতে দৌঁড়োতে ঠিক একটি বগির ছোঁয়া পেয়েই যাবো শক্ত হাতের মুঠোয়।
… তারপর!!
ছুটে চলবো কনকনে শীত উপেক্ষা করে গন্তব্যহীন এক স্টেশনে।
যেখানে এই আমিটাকে কেউ চিনবে না, জানবে না, মুক্ত স্বাধীন এক চাতক পাখির মতো মুক্তির তৃষ্ণা মেটাতে দিকবিদিক ছুটোছুটি করবো আমি।
কখনোবা শঙ্খচিল হয়ে মনের ডানায় উড়ে বেড়াবো অজানা কোনো সমুদ্র আকাশে, ক্লান্তি মুছতে বাবুই পাখির মতো আশ্রয় নিবো এক শীতল ছায়ায়!
রাস্তার ধারে টং দোকানে দুম করে বসে পড়ে, টোস্ট বিস্কুট ডুবিয়ে লাল চায়ে চুমুক দিতে দিতে অচেনা মানুষগুলোর সাথে গল্প জুড়ে দিবো।
কোনো এক গৃহস্থের হেঁসেলে ঢুকে ধোঁয়া ওঠা গরম ভাতে গাছ থেকে সদ্য তুলে আনা পুরু মচমটচ কাঁচা লঙ্কার সাথে সেদ্ধ আলু চটকানোর স্বাদ নিতে এতটুকুও ভাবতে হবে না আমার।
অথবা কোনো অচেনা অজানা পাহাড়ের চুড়োয় মিশে যাবো পাহাড়ি মানবগুলোর সাথে। কাছ থেকে অনুভব করবো তাদের জীবন জীবিকা।
সেখানে পাহাড় ও সমতলের তফাতটাকে চোখে আঙ্গুল দিয়ে কেউ যেনো দেখিয়ে দিয়ে বলবে,,, ‘রাখী দেখো এরাও মানুষ!’
অথবা কোনো অচেনা নিস্তব্ধ অন্ধকার স্টেশনে ঝট করে নেমে পড়ে ভূতুড়ে সেই গা ছমছম্ অনুভূতি নিয়ে ঘুরে বেড়াবো।
আর চোখের সামনে যাকে দেখবো তাকেই মনে মনে অশরীরি কোনো প্রেতাত্মা মনে করে সারা শরীর হিম হয়ে আসা মুহুর্তে চোখ বন্ধ করে পালানোর রাস্তা খুঁজে বেড়াবো!
কখনো হিমশীতল প্লাটফর্মে শুয়ে থাকা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক সময় জমে যাওয়া নিথর ঘুমন্ত মানুষগুলোকে ( হ্যাঁ যারা এখনও মানুষের তালিকাতেই আছেন) দেখতে দেখতে নিজের অবস্থান নিয়ে আফসোস করা ভুলেই যাবো……!
সুবিধা বঞ্চিত অবস্থা কাকে বলে শিখে নিবো তাদের কাছে।
থাকবে না কোনো অমানুষের ভয়! থাকবে না কোনো হায়ানার থাবা, থাকবে না নারী হয়ে জন্মানোর বিড়ম্বনা……!
কেউ যেনো এই আমাকে দেখেও দেখছে না, কারও যেনো কোনো মাথা ব্যথাই নেই এই আমিটাকে নিয়ে!
কখনো কোনো প্রশ্ন থাকবে না,,,, ‘ ছি ছি রাখী তুমি এগুলো কি করছো! তোমার কি সম্মান বোধ নেই! লজ্জা করে না এভাবে চলতে ?’
যে জীবনে কোনো কৈফিয়ত নেই, ভয় নেই, সামাজিক মূল্যবোধের শেকল নেই, চার দেয়ালের নিয়ম নেই, ধর্মীয় কুসংস্কার নেই, দমবন্ধ হওয়া ছটফট যন্ত্রণা নেই,
কিছু হারানোর ভয় নেই, মিথ্যা নেই …….. যদি কিছু থাকে সেটা শুধুই মুঠো ভরা
‘নিখাদ ভালোবাসা’..!
সে জীবন উপভোগের সুপ্ত বাসনা আমি লালন করে চলেছি বহুদিন থেকে!
লেখক, রাখী, বিশিষ্ট লেখক ও সংগঠক।