তোমাকে হয়নি পাওয়া
মারিয়াফ রাখী:: আমার এবার হয়নি দেখা বসন্তে রাঙা শিমুল পলাশ….
হয়নি শোনা ঝরা পাতার মড়মড়ানি ছন্দ তোলা !
চৈত্রের দহন তপ্ত দুপুর ছুঁয়ে দেয়নি শুষ্ক ঠোঁট
বসন্তটা দেয়নি এবার বশীকরণ মন্ত্রের শব্দের ঝুড়ি!
হয়নি উড়া নীল দিগন্তে !
যেমন হয়নি গাঢ় সবুজের পাহাড়ি পথের বুক পকেটটি আঁকড়ে ধরা!
যেখানে আমি ইচ্ছে মতন দু’হাত মেলে পাখি হতাম!
ঠিক যেনো এক পাখিই হতাম
ভালোবাসায় ছুঁয়ে দেয়া
বাঁধনহীন সেই চির বাঁধনে…..।
না কিচ্ছুটি পাওয়া হয়নি আমার….!
হয়নি পাওয়া ভালোবাসায় রঙিন উষ্ণ আলিঙ্গন,
বসন্ত তার বিরূপ রূপে ঘিরে ধরেছে আমায় এবার।
বিবর্ণ সকাল, বিষন্ন দুপুর, মন কেমনের বিকেলগুলো,,,
অচেনা বলয়ের নিষ্ঠুরতায়
জাপটে ধরে কাঁপছে যেনো !!
আমার মন ভালো নেই ,
না দেখার এই খেরোপাতা ছুঁয়েছে আমায়…..
বুকের ভেতর অশনি সংকেত
ক্ষণে ক্ষণে মন থেকে বেয়ে মস্তিষ্কটায়
বিভ্রম লয়ে সুর তোলে…. .!
উফফ! এ কি হচ্ছে আমার!
ডাকেনি তো সুখ !
ডাকবেনা আর!
ঝরাপাতায় উদোম প্রেমে চৈত্রের স্নানে ভিজতে এবার !!
মারিয়াফ রাখী, কবি।