জনস্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে নতুন কর্মপদ্ধতিতে কাজ করছে Goonj
কলকাতা:: সামাজিক সংস্থা Goonj এর আহ্বানে এবং we are the common people এর উদ্যোগে শ্রমের মর্যাদাদানের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগে সামিল হলো কোলকাতা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা।
২৮ এবং ২৯ জানুয়ারী ওয়ার্ডের বস্তি অঞ্চলগুলির স্যানিটাইজেশন এর পাশাপাশি স্বচ্ছতা অভিযান চালানো এবং মাস্ক বিতণের মাধ্যমে শক্তিশালী করবার চেষ্টা হলো করোনা বিরোধী অভিযানকে। অংশগ্রহন কারীদের ফ্যামিলি সাপোর্ট কীট দিয়ে তাঁদের পাশে থাকার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে Goonj,সংগঠনটির তরফ থেকে জ্ঞানেশ্বর এবং সুরিন্দর সিং কর্মসূচীর পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। এই কর্মসূচীতে অঞ্চলের ১৫০ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
we are the common people এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান ,”Goonj এর পরিকল্পনা মতো আমাদের সংগঠন এই অঞ্চলের মানুষদের যুক্ত করে ওয়ার্ড ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে।আমরা মুলত অঞ্চলের যুবক দের এই কাজে সামিল করতে সচেষ্ট হয়েছি।Goonj এর এই Community Development এর Ida সত্যিই প্রশংসনীয়।