শিল্প ও সাহিত্য
মানুষ যেন একটি কাব্য
মিশু রহমান::
কাব্যের পাতায় পাতায়
হাসি-হতাশা।
বালির বাঁধের মতোন
ভেঙে যাওয়া আশা।
রঙিন আকাশের
রঙিন ঘুড়ি।
দিগন্তের বেলাভূমে
আছড়ে পড়ি।
পাওয়া না পাওয়া
হতাশা শেষে,
আবার জেগে উঠা নতুন
সূর্যের বেশে।
কিছু বুকে বেঁধে রাখি
কিছু পিছে ঠেলে,
মনে হয় কারে যেন
এসেছি যে ফেলে।
কবে কে ডেকেছিলো
ভুলে গিয়ে পরে।
কিভাবে টুপ করে
যায় প্রাণ ঝরে।
মুছে দিয়ে শেষরেখা,
তুলি ধরে নব্য।
প্রতিটি মানুষ যেন
এক একটি কাব্য।
লেখক: মিশু রহমান, শিক্ষক, কবি ও প্রাবন্ধিক।
Please follow and like us: