অদম্য ইচ্ছাশক্তি’কে কাজে লাগিয়ে মেডিকেলে চান্স পেলেন রাউজানের আহাদ
আমির হামজা:: রাউজান সরকারি কলেজ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের (এমবিবিএস) কোর্সে ফরিদপুর মেডিক্যাল এ চান্স পেয়েছ আদনান বিন আমিন (আহাদ)।
তাঁর এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল ঘোষণার পর শিক্ষক-পরিবার এবং গ্রামজুড়ে বইছে খুশির জোয়ার।
এবিষয়ে রাউজান সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক, শর্ব্বরী দে” জানান, আহাদ তাঁর অদম্য ইচ্ছাশক্তি’কে কাজে লাগিয়ে, আর আমাদের তাঁদের প্রতি পড়াশোনার কঠোর পরিশ্রমকে সফলতার পথ দেখিয়েছে আহাদকে। সেই তাঁর মেধাকে জয় করে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছেন, এটাই আমাদের জন্য গর্বের বিষয়
আদনান বিন আমিন (আহাদ) উপজেলার মোহাম্মদপুর এলাকার, তাজমোহাম্মদ চৌধুরীর বাড়ীর নুরুল আমিন বাদলের ছেলে৷
এছাড়া রাউজানের চুয়েট স্কুল এন্ড কলেজ থেকেও ৭ জন মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছেন, তাঁরা হলেন, রাকিব রায়হান, ঢাকা মেডিক্যাল কলেজ, অাশিক শাহারিয়ার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, রিমি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, প্রমি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, মামুন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, মামুন বিন আমিন, পাবনা মেডিক্যাল কলেজ ও সাজ্জাদ মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ৭ জন শিক্ষার্থী এই কৃতি গড়েছেন।