শিল্প ও সাহিত্য
বিষাদ
মারিয়াফ রাখী:: বিষাদময় পৃথিবী, বিষাদে ভরা জীবন! স্তব্ধ সময় , অকুণ্ঠ তিয়াস, উপায়ান্তর নিঃশ্বাস।
চকিত দৃষ্টিতে খুঁজে ফেরা যাপিত জীবন
কোথাও কিছু কি দায় রয়ে গেলো!
নাকি সবটাই লৌকিকতার আড়ালে চাপা পড়ে গেছে!
সম্মোহিত মন মাতৃত্বকে আঁকড়ে ধরে
জন্ম জন্মান্তরের দায় থেকে মুক্তি কি সহজ কথা?
যা কিছু হারাবার ছিল হারিয়েছে
বিশ্বাস, আপনত্ব, সম্পর্কের অন্তরালে
উপহাস, তাচ্ছিল্য ও করুনার সুর বেজে ওঠে
এক এক করে সরে যায় পৃথিবী
আপন হয় পর, পর হয় বহুদূর….
পেছন ফিরে চাইলে শুন্যতারা অট্টহাসে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তব।
তেল অতি মূল্যবান, না থাকলেই তা বোধগম্য হয়।
দায় স্বীকার করার শক্তি কোথাও নেই
খালি উনুন ও শুন্য জীবন চিনিয়ে দেয়
লৌকিকতা ও আপনত্বের বেসাতি ব্যবধান!
কবি: মারিয়াফ রাখী
Please follow and like us: